পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল নগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পি আর পদ্ধতিতে ভোটারগণ ব্যক্তি প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেন। এ কারণে অনেকে বলেন, পি আর পদ্ধতিতে ভোটাররা তাদের আসনে কে এম পি হবেন তা জানতে পারে না। মূলত: তা সত্য নয়, বরং পি আর পদ্ধতিতে প্রতি আসনে ঐ আসনের জনপ্রিয় ব্যক্তিরই এম পি হওয়ার সম্ভাবনা জোড়ালো হবে, কেননা প্রত্যেক দল’ই সকল আসনের জন্যই তাদের প্রার্থী তালিকা তৈরী করে রাখবে। ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা নয়। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। আবার বাংলাদেশে ১৯৮১ সাল থেকেই সরকার প্রায় পূর্ণমেয়াদে ক্ষমতাসীন ছিলো। তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায়নি। বাংলাদেশে মৌলিক কোন বিভাজনও নাই। দলগত বিভাজন আছে, সে বিভাজন নিয়েও আমাদের দেশে জোট মহাজোটের রাজনীতি ও সরকার আমরা দেখেছি- ফলে পি আর হলে সরকার ঘন ঘন বদলে যাবে এ ধারণা অমূলক।
যারা ভোটে ৩৩%-৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পি আর-এর- বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পি আর-এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পি আর-এর বিপক্ষে কথা বলে।
এমতাবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পি আর পদ্ধতি- একটি কার্যকরী সমাধান, তাই আসুন- পি আর-এর পক্ষে জনমত গড়ে তুলি। আপনার আমার ভোটকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করি।
বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুফতী নাসির উদ্দিন নাইস, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা আবু জাফর সালেহ্, জেলা সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, জেলা সভাপতি মাওলানা গোলাম রব্বানী, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম, জেলা সভাপতি মাওলানা আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান, জেলা সভাপতি এম এম সালাউদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।
https://slotbet.online/