• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু : নতুন আক্রান্ত ১৫১ জন

স্টাফ রিপোর্টার / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এছাড়া একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মৃত আসমা বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি গত বুধবার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর বিভাগজুড়ে মোট মারা গেছেন ২৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৫৬ জন, বরিশাল শেবাচিম হাসপাতালে ২২ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে ২৩ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন ব্যক্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/