• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বিপুল পরিমান নিষিদ্ধ জাল উদ্ধার : একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়া আরো চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ কারাদন্ডাদেশ ও জরিমানার আদেশ দিয়েছেন।

এক বছর কারাদন্ডে দন্ডিত ব্যবসায়ী হলেন বরগুনার কাজীপাড়া এলাকার বাসিন্দা হযরত আলী সিকদারের ছেলে ও নগরীর পোর্ট রোড এলাকার নিউ ভাই ভাই ষ্টোর্সের মালিক আমিরুল ইসলাম (৪০)।

জরিমানা দেয়া ব্যবসায়ীরা হলেন-আমিরুল ইসলাম, তার ভাই জহিরুল ইসলাম, একই এলাকারবাসিন্দা নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও বরিশাল নগরীর পলাশপুরের বাসিন্দা রশিদ সিকদারের ছেলে আ. ছালাম।

নির্বাহী হাকিম মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যানুযায়ী নগরীর পোর্ট রোড এলাকার জাল বিক্রির দোকানের পাচটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি গুদাম থেকে ৪০ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১৬ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। নিষিদ্ধ এসব জাল বিক্রির জন্য মজুদ করায় চারজনকে ২৬ হাজার টাকা জরিমানা ও একজনকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/