• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

শহীদ মাওলানা নোমানীর জীবন কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচ আর সুমন, ভোলা / ৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ভোলায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারী ও ভোলা দারুন হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিছ, উপজেলা জামে মসজিদের খতিব, বিশিষ্ট মোফাচ্ছেরে কুরআন শহীদ মাওলানা আমিনুল হক নোমানীর জীবন-কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় আমীর ডক্টর মাওলানা ঈশা সাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর ও দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল ফারুক, ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মাওলানা ইসমাইল হোসে (বাবলু), বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মুহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাকসুদ উল্লাহ আমিনী। দোয়া মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন।
এসময় বক্তারা শহীদ মাওলানা আমিনুল হক নোমানীর জীবন-কর্মের উপর আলোচনা আলেরাচনা করেন। তারা বলেন, মাওলানা নোমানী অত্যন্ত ভদ্র, নর্ম ও ভালো আলেম হিসেবে সর্বজন পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি তার কর্মময় জীবনে অনেক সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সারা জীবন ইসলাম ও দ্বীনের পথে খেদমত করেছেন। একজন জনপ্রিয় বক্তা হিসেবে তার অনেক খ্যাতি রয়েছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারী ও হেফাজতে ইসলাম ভোলা সদর উপজেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন বড় মাপের আলেমকে হারিয়েছি। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। বক্তারা আরও বলেন, মাওলানা নোমানীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা দেওয়ার ভাষা নেই। তাকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করা হয়েছে। এভাবে একজন আলেমকে হত্যা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। মাওলানা নোমানী এই শহরের একজন জনপ্রিয় ও প্রখ্যাত আলেম ছিলেন। তার মৃত্যু ভোলায় শোকের ছায়া নেমে আসে। এই হৃদয়বিদারক হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের বিচার দাবী জানাচ্ছি। প্রশাসনের কাছে জোর দাবী করছি দ্রুত এই হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার এবং এর কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা নোমানী সাহেবের রুহের মাগফেতার কামনা করি। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/