• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে : যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পরেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার খাল দিয়ে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে বালু ভর্তি একটি বাল্কহেড ব্রিজের সাথে ধাক্কা খেলে সেটি ভেঙে খালের মধ্যে পরে যায়। ফলে দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর, হরিনাথপুর গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পরেছেন।

লামছড়ি এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন বলেন, ব্রিজ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। কারন ভেঙে পরা ওই ব্রিজটিই ছিল তাদের যাতায়াতের একমাত্র পথ।

স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, ব্রিজটি অনেক পুরনো ছিল। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বালু কেটে বাল্কহেডে করে নেয়া হচ্ছিল। বুধবার রাতে একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে তা ভেঙে পরে যায়। ফলে চারটি গ্রামের মানুষের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছে।

তিনি আরও বলেন, বিষয়টি বরিশাল সদর উপজেলার প্রকৌশলী জানানোর পর তিনি বলেছে-ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই এলাকার মানুষদের চলাচলের জন্য খুব শীঘ্রই অস্থায়ীভাবে ওই এলাকায় একটি সাঁকো নির্মান করে দেয়া হবে। পরবর্তীতে বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/