• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সাংবাদিক আরিফিন তুষারের দাফন সম্পন্ন

দর্পন ডেস্ক / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আরিফিন তুষারের মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মীরা।

পরে অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে তার প্রথম জানাজা হয়। এরপর মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আরিফিন তুষারের মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

দৈনিক কালবেলা ব্যুরো প্রধান আরিফিন তুষার দেড় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/