পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা পৌর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব প্রয়াত নেতা দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় মুসল্লি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে বাউফল উপজেলা বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মরহুম শাহজাহান পঞ্চায়েত, প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আলহাজ সৈয়দ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাবেক ভিপি ও সাংগঠনিক সম্পাদক মরহুম জাহাঙ্গীর হোসেন তালুকদারসহ সকল প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়ার কনিষ্ঠ পুত্র সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জায়েদ মাহমুদ।
দোয়াও মিলাদে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাউফলে বিএনপির প্রয়াত নেতারা শুধু দলের নয়, এলাকার রাজনীতিতে গণতন্ত্রের জন্য এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাদের আত্মত্যাগ ও অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
এ রকম আরো সংবাদ...