• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের বিভাগীয় মানববন্ধন অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আজ ৩০ আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় আশ্বিনী কুমার হল চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: ইউসুফ মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, এছাড়াও বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটি বরগুনা জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল গনি, পিরোজপুর জেলা সভাপতি মো: তাজুল ইসলাম টিপু, ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মামুনুর রহমান প্রমুখ।
৪ দফা দাবি হলো,
১. সরকারি কলেজের বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। ( শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করতে হবে।
২. চাকুরী রাজস্ব খাত স্থানান্তর পূর্বপর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে।
৩. দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যাতিরেখে সরকারি বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করতে হবে৷
৪. অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরী থেকে ছাটাই বন্ধ করতে হবে, কল্যানকর নীতিমালা প্রনয়নের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যত উন্নয়ন ও চাকুরীর নিরাপত্তা প্রদান করতে হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/