• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

ববিতে ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ করলো ইসলামী ছাত্র আন্দোলন

ববি প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

আজ ২৭শে আগস্ট, ২০২৫, রোজ বুধবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের অন্যতম গবেষক, লেখক, রাষ্ট্রচিন্তক শাইখ মিসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথিবৃন্দ। পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের যেসকল ক্ষেত্রে তাদের সফলতার স্বাক্ষর রেখেছে তা এখানে আলোচনায় উঠে আসে। নবীনদের কাছে সংগঠনের আহ্বান পৌছে দেয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নোটবুক, কলম, হাতপাখা ও সংগঠনের পরিচিতি দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শাহীন মাহমুদ ও হাসান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক, দাওয়াহ সম্পাদক কাউসার আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদি হাসানসহ আমেলা ও অনুষদ কমিটির সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/