• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

স্টাফ রিপোর্টার / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাতের আধারে দুর্বৃত্তের দেওয়া আগুনে ভস্মিভূত হয়েছে বিএনপির কার্যালয়। এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা বেপারীরহাটে অবস্থিত বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি অভিযোগ করে বলেন, বিগত পতিত সরকারের সময় বিএনপির স্থানীয় এ কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্টের পর কার্যালয়টি সংস্কার করে চালু করা হয়।

তিনি আরও জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যায়। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। তাৎক্ষনিক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্র পুড়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/