• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার / ৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ ২২ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন সচিব, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগ জাহেদা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল মোঃ রায়হান কাওছারসহ আরও অনেকে।

শুরুতে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয় পরে অতিথিরা কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫৭ জন দুস্থ শ্রমিকদের মাঝে সর্বোচ্চ ১ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/