সাবেক এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছে। আজ তিনি প্রায় হাজারখানেক দলীয় কর্মী সমর্থক নিয়ে চরমোনাইতে এসে আমীর পীর সাহেব চরমোনাই সৈয়দ মো: রেজাউল করীম এর হাতে হাতপাখা উপহহার দিয়ে যোগদান করেছে। এসময় রুস্তম আলী ফরাজীকে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মঠবাড়ীয়া আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন পীরসাহেব চরমোনাই।
এসময় ডাঃ রুস্তম আলী ফরাজীর হাতে প্রতীক হিসেবে একটি হাতপাখা তুলে দেন ইসলামী আন্দোেলনের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
যদিও তিনি এর আগে বিভিন্ন দল থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে ছিলেন। এখন শেষ বয়সে নিজের দলে ফিরে এসে সবার নিকট ওয়াদা করেছেন আর কখনো আগের মতো হবেন না। জীবন সায়াহ্নে আর ভুল করবেন না। হাতপাখাই তাঁর সুখ-দুঃখের অবলম্বন।
https://slotbet.online/