পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২য় ব্যাচ) নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শহরের ‘ডাক দিয়ে যাই’ এনজিও অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি বলেন, “একজন শিক্ষার্থী হাজারো স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে আসে। সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে হলে আবাসিক হলগুলোকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে। ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “তোমরাই একদিন এই দেশকে নেতৃত্ব দেবে। নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। আমি অভিভাবকদের আশ্বস্ত করতে চাই-আমার নিজের সন্তানদের মতো করেই আমি প্রতিটি শিক্ষার্থীর যত্ন নেব।” তিনি আরও জানান, খুব শিগগিরই শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ এবং একটি নতুন ছাত্রী হল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরও বলেন, “অনেকে ভালো ফল করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, অথচ তোমরা হতে পেরেছ। এটা তোমাদের জন্য একটি বড় অর্জন-তবে এটি কেবল শুরু। সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ ও সুযোগ।” তিনি আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
https://slotbet.online/