• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

চাঁদার দাবীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্র জনতার বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতা কর্তৃক পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে।

শুক্রবার ১১ জুলাই রাত সাড়ে ৯ টায় নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বরে শিক্ষার্থীরা জরো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।েএক পর্যায়ে তারা  সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। মিছিলটি পরে রাত সাড়ে ১০ টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিএম কলেজ হয়ে নগরীর সদর রোড ্অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণঅভ্যুত্থান করি নাই। যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে? সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, সারা বাংলায় খবর দেয় চাঁদাবাজদের করব দে, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার,  আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ , যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান, যুদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ , আমার ভাই মরলো কেন? ইনটেরিম  জবাদ দে, মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে, সারা দেশে সন্ত্রাস কেন? তারেক রহমান জবাব দে  ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী গাজী মো: রেদওয়ান বলেন, গত ৯ তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের নির্মমতাকেও হার মানায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়ছে, সেই জুলাই বিপ্লব আবার চাই না। কিন্তু যদি আবার কেউ  সন্ত্রাসী হয়ে উঠার চেষ্টা করে আবারও বাংলাদেশে জুলাই আসবে।

তিনি আরো বলেন, ৫ ই আগষ্ট যে ফ্যাসিবাদের আমরা পতন ঘটিয়েছি দুঃখজনকভাবে আমরা দেখছি নতুন বাংলাদেশে নতুনভাবে ফ্যাসিবাদের পদোন্নতি দেখতে পারছি। আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ২৪ এর আন্দোলনে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলো, আবার যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় তাহলে ফের প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। এই সন্ত্রাসীদের দেখতে চাই না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/