• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

জমজমাট আটঘর নৌকার হাট

আব্দুল মান্নান তৌহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির আটঘর নৌকার হাট। বর্ষা মৌসুমে এই অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটে কারিগরদের। পাঁচ মাসের এই হাটে নৌকা বেচা-কেনা হয় তিন কোটি টাকার বেশি।

ঝালকাঠিতে এবার অতিবৃষ্টির কারণে খালবিল, নদীনালা পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। এই জেলায় বাগান থেকে পেয়ারাসহ, বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাতের জন্য নৌকার বিকল্প নেই।

বিক্রেতারা বলছেন, আটঘর নৌকার হাট এখন মুখর হয়ে উঠেছে। দূর থেকে তৈরি করা নৌকা নিয়ে আসা হয় এই হাটে। সেখান থেকে পছন্দের নৌকা কিনে নিয়ে যান ক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন, অন্যান্য বারের তুলনায় এবার হাটে নৌকার দাম বেশি।

বিক্রেতারা আরও জানান, একটি নৌকা তৈরিতে রকম ভেদে আড়াই থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়। যা বিক্রি হয় সাড়ে তিন থেকে ছয় হাজার টাকায়। কারিগরদের মজুরিসহ উপকরণের দাম বাড়ায় পুষিয়ে উঠতে পারছেন না তারা।

আটঘর নৌকার হাটে জৈষ্ঠ্য থেকে আশ্বিন এই পাঁচ মাসে প্রায় তিন কোটি টাকার নৌকা বেচা-কেনা হয়।

আটঘরে প্রতিহাটে তিন থেকে সাড়ে তিন শ নৌকা বিক্রি হয়। এই পেশার সঙ্গে জড়িতদের ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তা।

ঝালকাঠি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. আল আমিন বলেন, নদী-নালা, খাল-বিল বেষ্টিত এ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষ নৌকা তৈরি এবং কেনা-বেচার সঙ্গে জড়িত। পাঁচ মাসের এই হাটে নৌকা বেচা-কেনা হয় তিন কোটি টাকার বেশি। নৌকা প্রস্তুতকারীরা এখানে এলে ঋণসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/