• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

মাদারীপুরে ববি শিক্ষার্থী অপহরন 

স্টাফ রিপোর্টার / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র মো. আসাদ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের একটি চক্র তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। পরে মুক্তিপণ না পেয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে আসাদকে ছেড়ে দেয়া হয়েছে।

মো. আসাদ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। সোমবার (২৩ জুন) দিবাগত রাতে আসাদের সহপাঠীরা জানিয়েছেন, আসাদের বড় চাচার মৃত্যুতে তিনি সোমবার ভোরে বরিশাল থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলো।

মাদারীপুরে বাস থেকে নেমে ঝিনাইদহগামী গাড়ির সন্ধানের সময় একটি মাইক্রোবাস তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা (০১৫১৮-৪৯৫৬০৯) নম্বর থেকে আসাদের পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

সূত্রে আরও জানা গেছে, বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষনিক মাদারীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা কামনা করেন। এরপর প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরণকারীরা মোবাইল ও মানিব্যাগ রেখে আসাদকে ছেড়ে দেয়।

আসাদের ঘনিষ্ঠ বন্ধু রাফিদ হাসান বলেন, আসাদের চাচা মারা যাওয়ায় আজ সোমবার ভোরে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাদারীপুরের একটি চক্রের কবলে পরে আসাদ।

সোমবার দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদ বরিশাল থেকে ঝিনাইদাহের বাড়িতে যাওয়ার পথে মাদারীপুরে অপহরকারীদের কবলে পরে। বিষয়টি জেনে তাৎক্ষনিক মাদারীপুর জেলা পুলিশের কর্তা ব্যক্তিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের সহযোগিতা চাওয়া হয়।

প্রক্টর আরও বলেন, প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরণকারীরা মোবাইল ও মানিব্যাগ রেখে আসাদকে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে ওই শিক্ষার্থী নিরাপদে তার বাড়িতে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/