বরিশাল নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে নার্সিং ইনস্ট্রাক্টর মো. আলী আজগর, মো. সাইব হোসাইন রনি মোল্লা ও ফরিদা বেগমকে বদলী জন্য নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠির মাধ্যমে সুপারিশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে চিঠিতে স্বাক্ষর করেছেন বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা আখতার।
চিঠিতে জানানো হয়, অভিযুক্ত তিনজন ইনস্ট্রাক্টর সাধারণ শিক্ষার্থীদের ওপর বিভিন্নপর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলা এবং হামলার মদদ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ছাত্রীদের কু-প্রস্তাব প্রদান করেছেন। এ বিষয়গুলোর প্রেক্ষিতে সকল ছাত্র-ছাত্রী অভিযোগ করেন।
যেকারণে শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে নার্সিং ইনস্ট্রাক্টর মো. আলী আজগর, মো. সাইব হোসাইন রনি মোল্লা ও ফরিদা বেগমকে অত্র প্রতিষ্ঠান থেকে দ্রুততম সময়ে বদলীকরণ ও তাহারা যাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে না পারে তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়।
বরিশাল নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাকিল মিয়া জানান, রবিবার (২২ জুন) দিবাগত রাতে বহিরাগত কিছু লোক এসে কলেজে টানানো শিক্ষার্থীদের বিভিন্ন দাবির ব্যানার ছিড়ে ফেলেছে।
এ নিয়ে আজ সোমবার সকালে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিভিন্ন দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। অবশেষে অভিযুক্ত তিন নার্সিং ইনস্ট্রাক্টর বিরুদ্ধে মন্ত্রণালয় চিঠি দেয়ায় আশা করছি ভালো কিছু হবে।
বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা আখতার বলেন, শিক্ষার্থীদের দাবি ও অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের চিঠি দেয়া হয়েছে। অধিদপ্তর থেকে অভিযুক্ত ওই তিনজন ইনস্ট্রাক্টরের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/