• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পিরোজপুর পৌরসভা

হাসান মামুন, পিরোজপুর / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ৩-১ গোলে নেছারাবাদকে পরাজিত করে ফাইনাল খেলায় মর্যাদা লাভ করে পিরোজপুর পৌরসভা। জেলা স্টেডিয়ামে শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে এ ফুটবল টুর্নামেন্ট।

এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় পিরোজপুর পৌরসভার খেলোয়াড় মহিবুল্লাহ অসাধারণ নৈপুণ্য দেখান। তিনি একাই দুটি গোল করে ম্যাচসেরা (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল। রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন, আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জুম্মান শরীফ, মুস্তাফিজ এবং মাইনুল ইসলাম নান্টু।

মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা খেলার আমেজকে প্রাণবন্ত করে তোলে। অতিথিবৃন্দ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথে পরিচালনার একটি কার্যকর মাধ্যম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/