নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে আজ শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।
নারায়ণগঞ্জ সিটির সাবেক এই মেয়রকে গ্রেফতারে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার দেওভোগের বাড়িতে প্রবেশ করে পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মূহুর্তেই ওই বাড়ির চারপাশে অবস্থান নেয় এলাকাবাসী ও দীর্ঘদিনের কর্মী-সমর্থকরা। ওই বাড়িতে যাতায়াতের চারটি রাস্তাই বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে মসজিদের মাইকের মাধ্যমে সবাইকে আইভীর বাড়ির সামনে ডাকা হয়।
এ অবস্থায় ওই বাড়িতে ঢোকা পুলিশের দলটি সেখানেই অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। কিন্তু তাদের কেউই কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। এভাবেই কাটে পুরো রাত। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন। এরপর ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
https://slotbet.online/