• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করল চীন

দর্পন ডেস্ক / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সময় এ সংক্রান্ত একটি সমঝোতা হয় দুই দেশের মধ্যে।

এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসেবে দিতে পারবে। এজন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ডকুমেন্ট অথেনটিকেশন প্রয়োজন হবে না।

এছাড়া, মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে, লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/