বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিক প্রবেশ না করতে অনুরোধ করার পরেও “প্রথম থেকেই তিনি (মহিলা সাংবাদিক) তার পেশাগত জায়গার অজুহাতে কতৃপক্ষ তাকে আমন্ত্রণ না জানানোর পরেও সংবাদ সম্মেলনে থাকতে চেয়েছেন। “
তখন আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে ইসলামে পর্দার হুকুম মেনে চলা ফরজ তাই ইসলামের বিধান পর্দার হুকুম লঙ্ঘন করে সংবাদ সম্মেলনে কোন নারী সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এরপরেও ঐ মহিলা সাংবাদিককে সংবাদ সম্মেলনে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে কোনো কোনো গণমাধ্যমের সাথে যে কথা বলেছেন তা দুঃখজনক।
গণমাধ্যম সংশ্লিষ্টরা অনেকেই অবগত ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর বিধান পর্দার হুকুম লঙ্ঘন করে কোন কর্মসূচি পালন করে না।
শুধু পর্দা লঙ্ঘন হয় বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ আমন্ত্রণ জানানোর পরেও নারী উপস্থাপিকা বা আলোচক থাকলে সে টকশোতে অংশগ্রহণের বিষয়ে অপারগতা প্রকাশ করা হয়।
বরিশালের কেউ কেউ বলেছেন “সংশ্লিষ্ট নারী সাংবাদিক বামপন্থী একজন নারী রাজনীতি সংশ্লিষ্ট” বিধায় তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন।
একটি বিষয় মনে রাখা দরকার- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বর্তমান আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও সাবেক আমীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহঃ আজীবন বাংলাদেশে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ ভোলা মানুষকে হেদায়েতের জন্য কাজ করে আসছেন।
তারা নামাজ, রোজা, পর্দা, আল্লাহর হুকুম মেনে চলা এবং আল্লাহ রাব্বুল আলামীন যা পরিহার করে চলতে নিষেধ করেছে সে বিষয়ে উৎসাহিত করে আসছেন। সুদ ঘুষ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ব্যানারে ইবাদাতের রাজনীতি করে যাচ্ছেন।
পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদাতের রাজনীতি করতে গিয়ে আল্লাহর হুকুম পর্দার হুকুম লঙ্ঘন করতে রাজি নয়।
তাই গণমাধ্যমের উচিত আল্লাহর বিধান পর্দার হুকুম মেনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইবাদাতের রাজনীতি করতে সহযোগিতা করা।
এ রকম আরো সংবাদ...