• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আব্দুল গাফ্ফার তালুকদারের মৃত্যুতে আব্দুস ছাত্তার খানের শোক পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হিজলায় বিএনপি’র পক্ষে ভোট চাইলেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বরিশাল বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আলেকান্দা সরকারি কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ টুঙ্গীবাড়ীয়ায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণ

ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে মানুষ

বানারীপাড়া প্রতিনিধি / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

বরিশালের বানারীপাড়ায় একটি সেতু ভেঙে খালে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দারা। সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে এলাকার জনসাধারণ নৌকায় ও বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।

বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন মোল্লা জানান, পৌরসভার ৪ নং ওয়ার্ডের বড় বনিক বাড়ি ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খবির মোল্লার বাড়ির সামনে এ ব্রিজটি অবস্থিত। ইস্পাতের কাঠামো ও কংক্রিটের পাটাতন দিয়ে আনুমানিক ২০ বছর আগে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষ দিকে ব্রিজটি নির্মাণ করা হয়।

এই ব্রিজ দিয়ে পৌরসভা, উপজেলার চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে।

এর আগে খাল দিয়ে চলাচল করা বালু বোঝাই নৌযানের ধাক্কায় ইস্পাতের কাঠামো নড়বড়ে হয়ে পড়ে। পরে গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে তা ভেঙে পড়ে গিয়েছে। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী মানুষ বিপাকে পড়েছে।

তারা এখন নৌকা দিয়ে পারাপার হচ্ছে। পণ্য আনা-নেওয়া করতে হয় আড়াই কিলোমিটার ঘুড়তে হচ্ছে। ব্রিজটি ভেঙে পড়ার পর বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, বানারীপাড়ার দুইশতাধিক বছরের ঐতিহ্যবাহী সূর্যমনির মেলায় যাতায়াতের সুবিধার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি দিয়ে দুই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন বাজার, উপজেলা পরিষদ, থানা ও ভূমি অফিস, হাসপাতালে চিকিৎসা, স্কুল-কলেজ ও মাদরাসায় যেতে পৌর শহরে যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় সবাই বিপাকে পড়েছেন। দ্রুত ব্রিজটি নির্মাণ করার দাবি জানান তারা।

বানারীপাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, আমি বিষয়টি জানি না। আপনার কাছে শুনলাম। কাল পরিদর্শনে যাব। কেন পড়ছে ও কীভাবে পড়েছে তা বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/