• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা

ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, জনভোগান্তি

মাহিমুল হাসান এমদাদ / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ববির সামনে মহাসড়ক আটকে দেয় শিক্ষার্থীরা। এর আগে মহাসড়কে একটি মশাল মিছিল করে তারা।

এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়। এ রিপোর্ট লেখার সময় রাত পৌঁনে ১০টায় অবরোধ চলছিল।

এ সময় সাবেক আওয়ামীলীগ নেতা ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় বিক্ষুব্ধরা। আন্দোলন দমাতে সাধারণ ডায়েরি দায়েরের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবেনা। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিলো ; ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই কাজই করছে।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে। সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারসহ স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের দায়ে ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

বাসযাত্রী আবদুর রহমান বলেন, পটুয়াখালী যেতে বাসে উঠে বিপদে পড়েছি। মহাসড়ক আটকে দেয়ায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

প্রসঙ্গত, ববির শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এ ডায়েরী করেন। এতে ১০ জনের নামোল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

এর আগে গত কয়েক দিন ধরে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে অভিযুক্তরা। আন্দোলনে তারা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এর অংশ হিসেবে রোববার রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরতরা। এরপরই সোমবার তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/