• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

গ্যাস সংযোগের অভাবে বরিশালে শিল্পায়ন বাধাগ্রস্ত

স্টাফ রিপোর্টার / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৮তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে বরিশালে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) নগরের ফজলুল হক অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, বন্দর রক্ষা, যুগোপযোগী বেতনস্কেল ও ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। প্রধান বক্তা বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, স্বাধীনতার পর জনগণ বারবার স্বৈরাচারবিরোধী আন্দোলন করলেও নেতৃত্ব সংকটে আন্দোলনের সুফল জনগণ পায়নি। বর্তমানেও দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষকের ন্যায্যমূল্য সংকট, স্বাস্থ্য ব্যয় বৃদ্ধি-এসব সমস্যায় রাষ্ট্র কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

তিনি অভিযোগ করেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পরও বৈষম্যহীন সমাজ গঠনের বদলে দুর্নীতি, দখল, চাঁদাবাজি বেড়েই চলেছে। পাশাপাশি চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।’

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। খুনাখুনি ও আইন-শৃঙ্খলার অবনতি দেশকে অস্থিতিশীল করছে। এ পরিস্থিতিতে তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান এবং ভোটাধিকার–বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভোলার গ্যাসের সুবাদে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের বড় সম্ভাবনা থাকলেও বরিশালে গ্যাস সংযোগ না থাকায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। তারা বরিশালে শিল্পায়নের জন্য অবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন সংস্কার, নারীবান্ধব পাবলিক টয়লেট, ডে কেয়ার সেন্টার নির্মাণসহ ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। শেষে কমরেড বজলুর রশীদ ফিরোজ ডা. মনীষা চক্রবর্তীকে মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/