তিনি অভিযোগ করেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পরও বৈষম্যহীন সমাজ গঠনের বদলে দুর্নীতি, দখল, চাঁদাবাজি বেড়েই চলেছে। পাশাপাশি চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।’
বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৮তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে বরিশালে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) নগরের ফজলুল হক অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, বন্দর রক্ষা, যুগোপযোগী বেতনস্কেল ও ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।
তিনি অভিযোগ করেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পরও বৈষম্যহীন সমাজ গঠনের বদলে দুর্নীতি, দখল, চাঁদাবাজি বেড়েই চলেছে। পাশাপাশি চট্টগ্রামসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ভোলার গ্যাসের সুবাদে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের বড় সম্ভাবনা থাকলেও বরিশালে গ্যাস সংযোগ না থাকায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। তারা বরিশালে শিল্পায়নের জন্য অবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন সংস্কার, নারীবান্ধব পাবলিক টয়লেট, ডে কেয়ার সেন্টার নির্মাণসহ ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। শেষে কমরেড বজলুর রশীদ ফিরোজ ডা. মনীষা চক্রবর্তীকে মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/