• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

আজ ভয়াল ১২ নভেম্বর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকুলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রান কাড়ে ১০ লাখ মানুষের। ভয়াল এই দিনের কথা স্মরন করতে গেলে আজো আৎকে ওঠে পটুয়াখালীর প্রবীন মানুষেরা।
 সরকারী হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় (বরগুনাসহ) সেদিন রাতে ৪৮ হাজার মানুষ প্রান হারায়। বাস্তাবে এ সংখ্যা লাখেরও বেশী।
বর্তমান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, সোনার চর, মৌডুবি, বড় বাইশদিয়াসহ দ্বীপ সমৃদ্ধজনপদ পরিনত হয় জনশুন্য বিরান ভূমিতে। মানুষ ছাড়া ঘর-বাড়ি-ফসলসহ সম্পদ হানি হয় শত সহস্রাধবক কোটি টাকার।
সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল। এই দিনটিকে উপকূল দিবস ঘোষনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
মহিপুরের রমিজ উদ্দিন বলেন,মোর এই ৯৩ বছর বয়সে এখনো ঐ বন্যার কথা মনে পড়লে বুক কেপে উঠে। আমার স্ত্রী, ২ সন্তান হাড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/