পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বাবুলের মুক্তির দাবিতে চম্পাপুর আল-আমিন মা, বি, মাঠে বৃহস্পতিবার দুপুর দুইটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ওহাব গাজি, হাফেজ, শামিম মৃধা, রাহিমা বেগম, শিক্ষার্থী সুরভী সহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় ওই চেয়ারম্যানর মুক্তির দাবি করেন। মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম বলেন, পটুয়াখালী জেলা ডিবি পুলিশ চেয়ারম্যানকে বুধবার বিকেলে আটক করে থানায় হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন করেছে।
উল্লেখ্য, বুধবার শেষ বিকালে একটি মামলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ রকম আরো সংবাদ...