• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ট্রাম্প কি মোদিকেও অপহরণ করবেন?

আন্তর্জাতিক ডেস্ক / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে এখন উত্তাল বিশ্ব রাজনীতি। এমন পরিস্থিতির মধ্যেই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একইভাবে তুলে নেয়া হতে পারে কি না, সেই প্রশ্ন তুলে আলোচনার জন্ম দিয়েছেন কংগ্রেসের একজন নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভেনেজুয়েলার সাথে যা ঘটেছে তা ভারতের সাথেও ঘটতে পারে কি না, তা জানতে চাওয়ায় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস এবং রসিকতা শুরু হয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার কথা উল্লেখ করে ওই কংগ্রেস নেতা প্রশ্ন করেছিলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেরকম কিছু কি ভারতেও ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’
 
এনডিটিভি বলছে, পৃথ্বীরাজের এই প্রশ্নকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই হাস্যকর বলে মনে করছেন।
 
জম্মু ও কাশ্মীরের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, এই মন্তব্য ‘পুরো দেশের জন্য অপমানজনক’। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পৃথ্বীরাজ চৌহানের মন্তব্যকে ‘অশিক্ষিত’, ‘বোকা’ ইত্যাদি শব্দ দিয়ে বর্ণনা করেছেন। 
 
দীর্ঘ কর্মজীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চৌহান, মোদির সমালোচনা শুরু করেন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয় দিয়ে।
 
তিনি বলেন, ‘৫০ শতাংশ শুল্কের মাধ্যমে বাণিজ্য সম্ভব নয়। বাস্তবে, এটি ভারত-মার্কিন বাণিজ্য, বিশেষ করে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি বন্ধ করার সমান। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই বাণিজ্য বন্ধ করার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতকে এর ভার বহন করতে হবে।’
 
কংগ্রেস নেতা আরও বলেন, ‘আমাদের লোকেরা আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি থেকে যে মুনাফা অর্জন করত তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং ইতোমধ্যেই সেই প্রচেষ্টা চলছে।’
 
এসব কথার পরই তিনি ‘এরপর কী’ প্রশ্নটি উত্থাপন করে বলেন, ‘ট্রাম্প যদি ভারতের সাথেও একই আচরণ করেন যা ভেনেজুয়েলার সাথে করেছেন?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/