• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে অটোরিকশা উল্টে প্রাণ গেলো ৯ বছরের এক শিশুর অপসো স্যালাইনের ছাঁটাই শ্রমিকদের ভুখা মিছিল এখনও একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : রহমাতুল্লাহ মৎস্য বন্দর জাটকায় সয়লাব, অভিযান শুধু সড়কে সাংবাদিকদের সাথে জহির উদ্দিন স্বপন’র শুভেচ্ছা বিনিময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের র‍্যালি অনুষ্ঠিত শিক্ষা পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করা হবে : জহির উদ্দিন স্বপন নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম নদী ভাঙনরোধে কাজ শুরু করবো : আব্দুল জব্বার কোন্দল থেমে গেছে : সরোয়ারের সঙ্গে বরিশাল বিএনপি অপসো স্যালাইনের চলছে অচলবস্থা

শিক্ষা পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করা হবে : জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি / ২৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমান ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দেশের সকল সৃজনশীল চিন্তাবিদ এবং তরুন প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই। তাদের ভাষাকে বুঝে তাদের জন্য নতুন কারিকুলাম তৈরি করতে চাই।

বরিশালের উত্তর জনপদের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের নবীনবরন ও কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর করতে চাই। ডিজিটাল সাইকোলজি যদি শিক্ষকদের মধ্যে কাজ না করে তাহলে ডিজিটালাইজড সাইকোলজিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে কানেক্ট করা যাবেনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, পুরনো চিন্তা, দৃষ্টি ভঙ্গি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের চিন্তার জগতকে মেরামত করতে হবে। আমাদেরকে তরুন প্রজন্মকে বুঝতে হবে।

পতিত সরকারের মতো কেউ বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালে অনুষ্ঠানের উদ্বোধণ করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্ঠার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, মাধ্যমিক পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম হেলাল, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল ও কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাহী, একাদশ শ্রেনীর ছাত্রী হুমায়রা তাহসিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনের পর শিক্ষার্থীরা অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন। সবশেষে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/