• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

কোন্দল থেমে গেছে : সরোয়ারের সঙ্গে বরিশাল বিএনপি

স্টাফ রিপোর্টার / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

একটা আশঙ্কা ছিল। কোন্দলে জর্জরিত বরিশাল-৫ আসনে বিএনপিতে মনোনয়ন নিয়ে ঘটতে পারে বড় ধরনের বিদ্রোহ। তবে সে শঙ্কা মজিবর রহমান সরোয়ারকে মনোনয়ন দেয়ার সঙ্গে সঙ্গে কেটে গেছে। বিদ্রোহের স’লে ঐক্যের সুরে এক হয়েছেন বাকি সব মনোনয়নপ্রত্যাশীরা। তৃণমূলের মতে ঐক্যের কঠিন পথটি পাড়ি দেয়ার মাঝি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত সবক’টি নির্বাচনেই বিএনপিকে প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে নিজের দলের বিদ্রোহকে মোকাবিলা করতে হয়েছে বেশির ভাগ সময়। কখনো নাসিম বিশ্বাসের সঙ্গে সরোয়ার, কখনো সরোয়ারের সঙ্গে আহসান হাবিব কামাল বা এবায়েদুল হক চান। আর এবার ছিল পরিসি’তি আরও সংকটজনক। বিএনপিতে মনোনয়ন চেয়ে বসলেন ৭ জন। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল।

প্রথমে লিফলেট বিতরণ দিয়ে শুরু এরপর নগরীতে পোস্টার ছেড়ে এদের অনেকে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। আর রহমতউল্লাহ তো ৬ মাস আগে থেকেই সভা-সমাবেশ করে নিজের সরব উপসি’তি জানান দেন। একটা বিষয় ছিল লক্ষণীয়, আগের নির্বাচনে এক প্রার্থীর পেছনে অনেক নেতা ছিলেন, তারা কমিটি রেজ্যুলেশন নিয়ে ঢাকায় কেন্দ্রে হাজির হতেন। নেতার পক্ষে মনোনয়ন দাবি করতেন। এবার কোনো নেতা কারও পক্ষে সমর্থন দেননি। সবাই নিজের মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ করেছেন। কোন্দল থামাতে এবার কঠোর হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল বিএনপি’র কোন্দল নিরসনে তিনি প্রথমে দায়িত্ব দেন বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স’ায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। এরপর তারেক রহমান নিজে উদ্যোগী হন। মনোনয়নপ্রত্যাশীদের কঠোর বার্তা দেন। সতর্ক করেন বিএনপিবিরোধী একাধিক শক্তির মাথাচাড়া দেয়ার বিষয়টি। এরপরই আস্তে আস্তে কোন্দল স্তমিত হতে থাকে।

প্রথমে মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ঘোষণা দেন- তিনি প্রার্থী নন। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন। অন্য সবাই ঘোষণা না দিলেও নিশ্চুপ হয়ে যান। সোমবার রাতে যখন প্রত্যাশিতভাবেই চারবারের সাবেক সংসদ সদস্য মজিবর রহমানের নাম ঘোষণা করা হয় তখন জেলা বিএনপি’র সদস্য সচিব এড. আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ সরোয়ারকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন। মহানগর বিএনপি’র সভাপতি ও সম্পাদকও তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়ে প্রেস রিলিজ দেন।

জেলা ও মহানগর শ্রমিকদলও সরোয়ারের মনোনয়নকে সাধুবাদ জানিয়েছে। ফলে বরিশাল বিএনপিতে যে কোন্দলের আশঙ্কা করা হচ্ছিল তা হয়নি। বরিশাল বিএনপি এখন মজিবর রহমান সরোয়ারের সঙ্গে রয়েছে বলে স্পষ্ট হয়েছে। তৃণমূল কর্মীরা রাত থেকেই নেমে পড়েছেন সরোয়ারের পক্ষে।

বিএনপি নেতা মহানগরের সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, বরিশাল-৫ আসনটি এবার অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের মূল ঘাঁটি এখানে। সেই সঙ্গে জামায়াতে ইসলামীর শক্ত প্রার্থী রয়েছে। এর ঐক্য হলে এ আসনটিতে জোর লড়াই হবে। সেক্ষেত্রে এখানে নতুন প্রার্থী দিলে আসনটি হারাতে হতো। সরোয়ারই এ আসনের অভিজ্ঞ এবং সর্বজন সমাদৃত প্রার্থী বলে তিনি মনে করেন। বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন বলেন, দীর্ঘ চারবারের সংসদ সদস্য, মেয়র, জেলামন্ত্রী হিসাবে সরোয়ারের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এর সঙ্গে যদি জেলা ও মহানগর বিএনপি নিঃস্বার্থভাবে তার পাশে থাকে তবে বিএনপি’র জয় এবারো নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/