ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সংক্ষিপ্ত এক সফরে বরিশালের চরমোনাই দরবারে আসেন। তিনি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম আজ রাত সাড়ে আটটার দিকে চরমোনাই পৌঁছান ।
তাঁকে অভ্যর্থনা জানান চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাফর ইমাম সাহেব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের সচিব মাওলানা শামসুদ্দোহা তালুকদার, আলীয়া মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা জাকির হোসেন, প্রভাষক মাওলানা মুফতী ফিরোজ হাসান, সগির হোসেন প্রমুখ।
প্রথমেই তিনি ও সফরসঙ্গীরা মরহুম পীর সাহেবদ্বয় রহঃ এর কবর জিয়ারত করেন। তিনি এ সময় মাদরাসার সমৃদ্ধ লাইব্রেরি, ডাইনিং হল ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পীর সাহেব চরমোনাই ও শায়খে চরমোনাই সফরে থাকায় তাদের সাথে দেখা করা সম্ভব হয়নি।
তিনি ও তার ত্রিশ জনের মত সফরসঙ্গী মাদরাসার ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় করে রাতের আহার শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
https://slotbet.online/