• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে অটোরিকশা উল্টে প্রাণ গেলো ৯ বছরের এক শিশুর অপসো স্যালাইনের ছাঁটাই শ্রমিকদের ভুখা মিছিল এখনও একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : রহমাতুল্লাহ মৎস্য বন্দর জাটকায় সয়লাব, অভিযান শুধু সড়কে সাংবাদিকদের সাথে জহির উদ্দিন স্বপন’র শুভেচ্ছা বিনিময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের র‍্যালি অনুষ্ঠিত শিক্ষা পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করা হবে : জহির উদ্দিন স্বপন নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম নদী ভাঙনরোধে কাজ শুরু করবো : আব্দুল জব্বার কোন্দল থেমে গেছে : সরোয়ারের সঙ্গে বরিশাল বিএনপি অপসো স্যালাইনের চলছে অচলবস্থা

নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম নদী ভাঙনরোধে কাজ শুরু করবো : আব্দুল জব্বার

মোঃ আরাফাত বেপারী হিজলা প্রতিনিধি / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেছেন-হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা এলাকা একটি নদী বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল। প্রতিবছর এখানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, নষ্ট হচ্ছে ফসলি জমি।

তাছাড়া এসব এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করা হলে, তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করা হলে সর্বপ্রথম আমি নদী ভাঙনরোধে কাজ শুরু করবো। পাশাপাশি অবহেলিত ও নদীবেষ্টিত বরিশাল-৪ আসনের মানুষের জীবন ও মানোন্নয়নে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নতী, বাজার মনিটরিংসহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাবো।

বরিশালের হিজলা উপজেলার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

হিজলা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের উপজেলা শাখার আমীর অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আযাদ আলাউদ্দিন, হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. গুলজার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানশাহ সামু চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় হিজলা উপজেলার সাংবাদিকবৃন্দসহ উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/