• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ভোলায় সাইফুল্লাহ আরিফ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তের দাবী

এইচ আর সুমন, ভোলা / ৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত আরিফের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন মাস্টার অভিযোগ করেন, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিয়ে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। এই ঘটনায় সুস্থ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তিনি জানান, গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাড়ির সামনে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান তিনি। এসময় তার কপাল ভাঙা, মুখ ক্ষত-বিক্ষত ও হাতের কব্জি কাটা অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘটনার দুই সপ্তাহ পার হলেও পরিবারের হাতে এজাহার কপি ও পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। বরং পুলিশের রিপোর্টে আরিফকে মাদকাসক্ত বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
নিহতের বাবা আরও বলেন, আমার ছেলে কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না। পুলিশের তদন্তে অসঙ্গতি ও সত্য গোপনের চেষ্টা স্পষ্ট। তিনি মামলাটি পিবিআই বা সিআইডির কাছে হস্তান্তর করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ সুপারের কাছে দাবি জানান।
উল্লেখ, গত ৩০ আগস্ট ভোর রাতে তার নিজ বাসার সামনে রক্তাক্ত অবস্থায় তার মৃত দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। দীর্ঘ ১৪ দিন পর পুলিশ তাদের তদন্ত প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করন। উক্ত তদন্ত প্রতিবেদনে পুলিশ দাবী করেন নিহত আরিফ তার বাসার ছাদ থেকে পরে মারা যায়।
অপরদিকে পুলিশের এই রিপোর্টকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে নিহতের পরিবার বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আরিফের মা রাবেয়া বসরী, নানা রেজাউল করিম, চাচাত ভাই আবুল কশেম, মো: হানিফ, মামা আব্দুর রহমান, মামি নাহার বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/