• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আব্দুল গাফ্ফার তালুকদারের মৃত্যুতে আব্দুস ছাত্তার খানের শোক পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হিজলায় বিএনপি’র পক্ষে ভোট চাইলেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বরিশাল বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আলেকান্দা সরকারি কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাখাইন জনগোষ্ঠীকে নিয়ে জলবায়ু মোকাবেলায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসীরা রাখাইন সম্প্রদায়ের কে নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ও তথ্যভিত্তিক দুইদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ও ১২ জুলাই কুয়াকাটার একটি আবাসিক হোটেল প্রিন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে অস্ট্রেলিয়ান এলামনাই অ্যাসোসিয়েশন। এতে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশবান্ধব কৃষি, উন্নত চাষাবাদ, টেকসই প্রযুক্তি ব্যবহার এবং তথ্য-প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা, সবজির বীজ ও কৃষি উপকরণ অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের (খামারবাড়ি, ঢাকা) পরিচালক ড. মো. মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই মুন্সিগঞ্জের পিএসও ড. মোঃ খোরশেদ আলম এবং বিএআরআই, টাঙ্গাইলের এসএসও কাকলী রায়।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন বিএআরআই, পটুয়াখালীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপকূলীয় ও আদিবাসী জনগোষ্ঠীকে টেকসই কৃষি ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/