পবিত্র ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির মধ্যে শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করতে বিশেষ ব্যবস্থায় লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ ২৭ মে এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. তৌফিকুল আলমের নির্দেশে লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন আগামী ১, ২, ৩, ১১ ও ১২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রিডিং রুম পরিদর্শনকালে শিক্ষার্থীরা একটি দাবি তুলে ধরেন—ছুটিকালীন সময়েও যেন বিশ্ববিদ্যালয়ের রিডিং রুম খোলা থাকে। কারণ, অনেক শিক্ষার্থী ছুটির সময় বাড়ি না গিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে চান। তাদের সুবিধার্থে রিডিং রুম খোলা রাখা হলে তারা পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থীরা পড়ালেখায় নিয়মিত থাকার সুযোগ পাবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি ১ জুন থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারিত রয়েছে
https://slotbet.online/