• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

২৬ জানুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আগামী ২৬ জানুয়ারি বরিশালে আসতে পারেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

ওইদিন দুপুর ২টায় ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বরিশাল বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

 

এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সাক্ষাতের একটি ছবি গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটি পোস্ট করে অনেক নেতাকর্মী ক্যাপশনে উল্লেখ করেছেন, আগামী ২৬ জানুয়ারি বরিশালের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

 

দলীয় সূত্র জানায়, ওই বিভাগীয় জনসভায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি দলটির সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/