• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

বরিশাল-৫ (সদর) আসনে ভোটের হিসাবে কার পাল্লা ভারী

স্টাফ রিপোর্টার / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বরিশাল-৫ (সিটি করপোরেশন-সদর) আসনে ইসলামী ঘরানার রাজনীতিতে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পরিচিত মুখ। ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুইবারই তৃতীয় হন, ভোট পান প্রায় ১১ শতাংশের মতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য নায়েবে আমীর ফয়জুল করীম ২০১৮ সালের নির্বাচনে জামানত হারালেও পান ২৭ হাজারের বেশি ভোট। সর্বশেষ ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ে তাঁর ঝুলিতে আসে ৩৩ হাজার ৮২৮ ভোট।

অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী উপস্থিতি দীর্ঘদিন ধরেই দুর্বল। ১৯৯১ সালের উপনির্বাচনে জামায়াত প্রার্থী পান ৫ হাজারের কিছু বেশি ভোট, আর ১৯৯৬ সালে সে সংখ্যা নেমে আসে সাড়ে ৪ হাজারের কাছাকাছি। এরপর আর কোনো সংসদ নির্বাচনে দলটি প্রার্থী দেয়নি।

জামায়াত নেতারা বলছেন, ইসলামী সমমনা আট দলীয় জোটে এখনো আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় বরিশাল-৫সহ ছয়টি আসনে তাঁদের প্রার্থী চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে মাঠের কৌশল নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/