• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় নতুন সাজে হোটেল মোটেল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিভিন্ন উৎসব পার্বন সহ সরকারী ছুটিতে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায়। এবারও বড়দিন সহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ৩ লাখ পর্যটক আগমনের আশা করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তাই ধুয়ে মুছে নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিকাল থেকেই পর্যটক আগমন বাড়তে শুরু করবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
সৈকতে ছাতা-বেঞ্চি ব্যবসায়ী মো,ছগির বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় আজ প্রচুট পর্যটক আশা শুরু করছে।
ঝিনুক দোকানী মো ইয়াসিন বলেন,আজকে যেভাবে পর্যটক আসতেছে তাতে এই তিন দিনের ছুটিতে ৩ লক্ষাধীক পর্যটক আসবে বলে মনকরি।
ঢাকা থেকে আসা পর্যটক রুবিনা দম্পতি বলেন,কুয়াকাটা আমরা এই প্রথম আসলাম, ভালোই লাগছে।তবে এখানকার পর্যটন স্পটগুলোর কানেকটিং সড়কগুলো আরো উন্নয়ন হওয়া উচিত।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, বড়দিন সজ সরকারি এই তিন দিনের ছুটিতে কুয়াকাটায় প্রায় হোটেলই বুকিং রয়েছে। এই ছুটিতে পর্যটনের  সকল ব্যবসায়ীরা ভালো ব্যবসা হবে বলে মনে করেন।
মহিপুর থানার ওসি মো মহব্বত বলেন, আমরা থানা পুলিশ সহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি এবং তাদের সেবায় নিয়োজিত আছি।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক বলেন, তিনদিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষাধীক পর্যটকের আগমন ঘটবে বলে মনে করে আমরা কুয়াকাটা পৌর ও কলাপাড়া উপজেলা প্রশাসন জোরদার করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/