• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন ফরম সংগ্রহ

হারুন অর রশিদ, বাউফল / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকা ১১৪ পটুয়াখালী ২ (বাউফল)  নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ  দলের প্রার্থী মুফতি আব্দুল মালেক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার  (২৩ ডিসেম্বর )  দুপুর দুইটায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে  তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পটুয়াখালী-২ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন হাতপাখা মার্কার এই প্রার্থী। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়,
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি আব্দুল মালেক বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতেই আমি এই আসন থেকে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশা পূরণ করবে।
আট দলীয় জোট সম্পর্কে প্রার্থী  মুফতি আব্দুল মালেক  বলেন  ” জোটের পক্ষে যে সিদ্ধান্ত আসবে  সে সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করে  জোটের বিজয়ের জন্য কাজ করব।
হাতপাখার প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী সাহেবের সাথে এ সময়  উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি  আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার, সেক্রেটারি এইচ এম নুরুল আমিন, মুজাহিদ কমিটি ছদর মাওঃ সিরাজুল ইসলাম, শিক্ষক ফোরাম আহবায়ক অধ্যাপক কামাল হোসেন, যুব আন্দোলনের সহ-সভাপতি মাও. মশিউর রহমান, সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, ছাত্র আন্দোলন সভাপতি এমদাদুল্লাহ আল হাদী, অধ্যাপক শহিদুল ইসলাম, ইন্জিঃ হানিফ মিয়া,প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/