• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

হারুন অর রশিদ, বাউফল / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে  মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মাও: শহিদুল্লা কায়সার, সহকারী সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহ্বাজ মাও ইসহাক মিয়া, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: লিমন হোসেন ও পটুয়াখালী ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানসহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগতদিনে যেভাবে বাউফলবাসীর সাথে ছিলাম। ভবিষ্যতে সেবক হতে পারলেও সেবক হিসেবে আছি, না হতে পারলেও আছি কারণ আমরা সেবক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো, ইনশাআল্লাহ। আমরা তাদের সেবক হিসেবে পাশে থেকে ভূমিকা পালন করবো।
এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রের লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে  অন্যান্্যের মধ্যে  শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও মহিলা বিভাগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/