• সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার / ২৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির কবর জিয়ারতে পীর সাহেব চরমোনাই
রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয় না দেওয়ার আহ্বান জাতিসংঘের প্রতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২১ ডিসেম্বর রবিবার আসরের নামাজের পর রাজধানীতে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। তিনি হাদির রুহের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকামের দোয়া করেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের পীর সাহেব চরমোনাই বলেন,
“ওসমান হাদির জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে—বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিন খেলতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে।”
তিনি প্রশ্ন তোলেন—রাজধানীতে প্রকাশ্যে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হত্যার পর খুনি কীভাবে দেশের সীমানা পেরিয়ে পালাতে সক্ষম হলো। সরকারের প্রতি তিনি দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান।
জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“একটি স্বাধীন দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় না পায়—এ বিষয়ে জাতিসংঘকে ভূমিকা রাখতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধীসহ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, যাতে তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা যায়।”
পরে পীর সাহেব চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। নামাজ শেষে উপস্থিত ছাত্র ও মুসল্লিদের সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির জন্য সমবেত দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা-৮ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা-৭ আসনের মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসির আহমেদ, সহ-সভাপতি খাইরুল আহসান মারাজান, ইমরান হোসাইন নুর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনসহ কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/