জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ (২০২১-২২) সেশনের ফরম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পদযাত্রা করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় বরিশাল অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া জানান, অনার্স পরীক্ষার ফরম পূরণে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব নয়।
তারা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। এত উচ্চ ফি দিলে আমরা কীভাবে পড়াশোনা চালাব? যদি এত টাকা দিতে হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ কী, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই ভর্তি হতে পারতাম।
অন্য এক শিক্ষার্থী শাহেদ হোসেন রাফি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রমাগতভাবে ফরম পূরণের ফি বৃদ্ধি করছে। এই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আরও কঠোর আন্দোলন গড়ে তোলা উচিত।
শিক্ষার্থীরা অবিলম্বে ফরম পূরণের ফি কমানোর দাবি জানান এবং ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
 
										
												  
												 
								এ রকম আরো সংবাদ...