• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

অপসো স্যালাইনে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার / ১৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বরিশালে অপসো স্যালাইনে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা। গত কয়েকদিন ধরে অপসো স্যালাইন কারখানার মূল ফটক ও সড়কের ওপর কয়েকশ শ্রমিক লাগাতার বিক্ষোভ শুরু করে।
এসময় শ্রমিকরা অভিযোগ  করেন, গত ২৮ অক্টোবর  শ্রমিকদের ৩দিনের ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। একদিন পর চাকরি থেকে অব্যহতি পত্র পাঠায় তারা। একই সঙ্গে নতুন শ্রমিক নেয়ার টালবাহানা করছে মালিকপক্ষ। এর প্রতিবাদ এবং চাকুরিতে পুনর্বহাল করার দাবি তোলেতারা।
তবে কতৃপক্ষের দাবি ছাটাই নয়, লোকসানের কারণে কারখানা বন্ধ ঘোষণা  করা হয়েছে। শ্রমিকরা মিথ্যা তথ্য ছড়িয়ে  বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে এব্যাপারে কতৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। কারখানা বন্ধ করা এবং শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে মর্মে শ্রম অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠির কপি সরবরাহ করা হয়েছে।
ওই চিঠিতে কারখানা বন্ধ এবং শ্রমিকদের সমসৃত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে পরশোধ করার কথা উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/