পটুয়াখালীর বাউফলে কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাসফিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর জিপিএ ৪.৬৭।
সূত্র জানায়, গত ১০ এপ্রিল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাসফিয়াকে নিয়ে অটোরিকশাযোগে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। এরপর তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। ওই দিন পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাসফিয়াকে তার বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে তাসফিয়া। পরে বাড়িতে গিয়ে বাবার লাশের পাশে আহাজারি করে সে।
পরীক্ষা চলাকালে বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে। ভগ্ন হৃদয় নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাসফিয়া উত্তীর্ণ হয়।
কালিশুরী এসএ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, মেধাবী তাসফিয়া জিপিএ-৫ পাওয়ার মতো শিক্ষার্থী। পরীক্ষার মাঝে বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে। তারপরও ফলাফল নিয়ে আমরা খুশি।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় কালিশুরী এসএ ইনস্টিটিউশন থেকে মোট ১২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এ রকম আরো সংবাদ...