• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার মব জাস্টিস বরদাশত করে না : রিজওয়ানা সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না : তারেক রহমান এ যেন হৃদয়স্পর্শী শোকের মাতম সোহাগ হত্যাকান্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে : শায়খে চরমোনাই মহিপুরে পাঁচ কি: মি: কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী রাখাইন জনগোষ্ঠীকে নিয়ে জলবায়ু মোকাবেলায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ভোলার তজুমদ্দিনে বিএনপি’র সভাপতির নেতৃত্বে যুবদলের কর্মীর উপর হামলা, আহত ২ মিডফোর্টে নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও বিচার দাবি রাজধানীতে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোল টেবিল বৈঠক বানরীপাড়ায় দশম শ্রেনীর ছাত্রী অপহরণ ছাত্রদল নেতার

কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া পাশ করেছে

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পটুয়াখালীর বাউফলে কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাসফিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর জিপিএ ৪.৬৭।
 সূত্র জানায়, গত ১০ এপ্রিল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাসফিয়াকে নিয়ে অটোরিকশাযোগে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। এরপর তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। ওই দিন পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাসফিয়াকে তার বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে তাসফিয়া। পরে বাড়িতে গিয়ে বাবার লাশের পাশে আহাজারি করে সে।
পরীক্ষা চলাকালে বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে। ভগ্ন হৃদয় নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাসফিয়া উত্তীর্ণ হয়।
কালিশুরী এসএ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, মেধাবী তাসফিয়া জিপিএ-৫ পাওয়ার মতো শিক্ষার্থী। পরীক্ষার মাঝে বাবাকে হারিয়ে  মানসিকভাবে ভেঙে পড়ে সে। তারপরও ফলাফল নিয়ে আমরা খুশি।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় কালিশুরী এসএ ইনস্টিটিউশন থেকে মোট ১২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/