• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক ‎আবার লাল জুলাই: প্রোফাইলের রঙে জেগে উঠেছে এক বিপ্লবের চেতনা লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বরিশালে বিপিএলের ভেন্যু করার পরিকল্পনা চলছে : বিসিবি সভাপতি

স্টাফ রিপোর্টার, বরিশাল / ১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। যেখানে ব্যাটসম্যান, বলার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য থাকবে।

তিনি আরও বলেছেন, অচিরেই প্রত্যেক উপজেলায় একজন করে কোচ দেয়া হবে। ক্রিকেটার হতে চাইলে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবেনা, প্রতিভা থাকলে তৃনমুল থেকেই যাতে করে উঠে আসতে পারে সেদিকেই হাটছে বিসিবি।

ইতিহাসে বরিশালের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন প্রধানের আগমনকে ঘিরে এখানকার ক্রকেটারসহ সব সংগঠকদের মধ্যে খুশির জোয়ার বইছিলো।

বরিশালে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ২৫ বছর (রজত জয়ন্তী) পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বরিশালে দীর্ঘদিন লীগ টুর্নামেন্ট হয়নি। ভবিষ্যতে যেন টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয় এবং খেলোয়াড়রা এখান থেকে তৈরি হতে পাড়ে তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বিপিএলের ভেন্যু করার জন্য বরিশাল নিয়ে চিন্তা ভাবনা চলছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটি উপজেলার খেলোয়াড়দের ডাটাবেজ বোর্ডের সিস্টেমের কাছে থাকবে। জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়দের চিনবে, কতোজন লেগ স্পিনার রয়েছে, কতোজন পেসার রয়েছে, কতোজন ব্যাটস্ম্যান রয়েছে তা তারা জানবে।

জেলা কোচ সবকিছু বিভাগের কাছে রিপোর্ট করবে, যে তার কোন উপজেলাতে কতোজন ক্রিকেটার খেলছে। আর সব জেলা মিলিয়ে যখন একটি শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালকে রিপ্রেজেন্টেশন করুক।

বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে রজত জয়ন্তীর উদ্বোধণ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার সহ জেলা ও মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব ১২ বালক-বালিকাদের সিক্স এ সাইড, পেস হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্যসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিকেলে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/