রূপাতলী বাসটার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে অটো চালকরা বিরম্বনা সৃষ্টিকরে আসছে। আজ রূপাতলী থেকে জিরোপয়েন্টে অটো যাবে কিন্তু ভার্সিটির কোনো শিক্ষার্থী নিবে না বলে অটো চালকরা ঘোষনা দেয়।
এমন পরিস্থিতিতে ববির প্রায় ৫০জন শিক্ষার্থী রূপাতলী বাসটার্মিনালে ঘন্টাখানেক দাড়িয়ে থাকে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।এই বিরম্বনার প্রতিবাদে কিছু শিক্ষার্থী ববির সামনে অটোগুলোকে আটকে রাখে।
পরে ববি উপাচার্য এসে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অটোগুলো ছেড়ে দেয়।
https://slotbet.online/