• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

মো: বাদল হোসেন, পটুয়াখালী / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে দাঁতাল প্রজাতির ইরাবতী ডলফিন। সামুদ্রিক এ প্রাণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার রঙ অনেকটা অপরিবর্তনীয়। দু একদিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পরিবেশবিদদের।

গতকাল সকালে সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক এলাকায় ডলফিনটির মরদেহ দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোলাইমান বিশ্বাস। পরে বন বিভাগের কর্মীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে ভেসে এসেছে। শরীরের চামড়া পুরোপুরি উঠে গেলে দুর্গন্ধ ছড়াতে পারে। এটি মূলত দাঁতাল প্রজাতির ইরাবতী ডলফিন, যা উত্তর ভারতীয় উপমহাদেশে স্বাদু পানিতে পি. গাঙ্গেটিকা উপ-প্রজাতি হিসেবে বিবেচনা করা হতো। কুয়াকাটায় জেলে ও স্থানীয় মানুষের মধ্যে ডলফিন সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছেন তারা। মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর চর-গঙ্গামতি কাঁকড়াচর এলাকায় এবং ২০ সেপ্টেম্বর চর-গঙ্গামতি এলাকায় দুটি মৃত ডলফিন ভেসে আসে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৫ সালে ১১টি মৃত ডলফিন কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডলফিনটিকে মাটিচাপা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/