• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ব্যালটের মাধ্যমেই জনগন তার মালিকানা প্রতিষ্ঠিত করে : স্বপন

স্টাফ রিপোর্টার / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন-জনগণ তার মালিকানা চর্চা করে ব্যালটের মাধ্যমে। ব্যালটের মাধ্যমেই জনগন তার মালিকানা প্রতিষ্ঠিত করে। আর ব্যালট না থাকলে ৫ই আগষ্টের মত অভ্যুত্থান করে শেখ হাসিনাকে যেমন বিদায় করে দিয়েছে ওই রকম বিদায় করে দেয়। এটাইতো মালিকানার পরিচয়। এমনকি নির্বাচিত সরকারও যদি ফ্যাসিবাদ হয়ে যায় তখন তাকেও জনগণ উৎখাত করে দেয়।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণে আয়োজিত শোকসভা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন-দেশের মালিকতো জনগন। রোজ রোজ যুদ্ধ করে সরকার নামিয়ে দেওয়া যাবেনা। আর সরকার গঠনতো হুকুম করে দেওয়া যাবেনা। জনগণ যদি সরকার গঠন করতে চায় বা সরকারকে পরিবর্তন করতে চায় তাহলে তার নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো জাতীয় নির্বাচন।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে স্বপন আরও বলেন-আমাদের গণতন্ত্রের চর্চাকে আকড়ে ধরতে হবে। আর গণতন্ত্রের চর্চাকে আকড়ে ধরতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে।
দুই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোকসভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিচুর রহমান, সদস্য সচিব আ. কাদের হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. সেকেন্দার আলী মৃধা, সদস্য সচিব মোসাদ্দেক হোসাইন মন্টু। শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/