বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে আন্দোলনরত সমমনা ৮ দলের ৩য় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টা ৩০ মিনিটে বরিশাল মহানগর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর জহিরুদ্দীন মুহাম্মাদ বাবর। সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান।
সভায় জানানো হয়, আগামী ২ ডিসেম্বর, মঙ্গলবার বেলস পার্কে আন্দোলনরত সমমনা ৮ দলের উদ্যোগে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার
বাংলাদেশ খেলাফত মজলিশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জুবায়ের
খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রাকিবুল ইসলাম
জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন
এছাড়াও সমমনা ৮ দলের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে। ২ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে।
https://slotbet.online/