চরমোনাইর বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে স্থাপিত ‘শায়খ ফজলুল করিম (রহ.) হাসপাতাল’ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিকেল ৩টায় হাসপাতালটির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর সাহেব মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
চরমোনাই অগ্রহায়নের মাহফিল উপলক্ষে এবছরও একশত শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে, যেখানে দেশের বিশিষ্ট চিকিৎসকরা সেবা প্রদান করে থাকে।রোগীদের সেবার জন্য জরুরী এম্বুলেন্স, বিনামূল্যে ওষুধ সরবরাহ ও রোগীদের বিনামূল্যে সেবা প্রধান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মো. গিয়াস উদ্দিন খান, সেচ্ছাসেবক প্রধান হাজী মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলে আগত সকল মুসুল্লির সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি মাহফিল চলাকালীন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দ্রুত আরোগ্য এবং সর্বোত্তম সুচিকিৎসা লাভের জন্য বিশেষ দোয়া করেন।
https://slotbet.online/