• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভরা মৌসুমেও মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশের দেখা নেই

এইচ আর সুমন , ভোলা / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

ভরা মৌসুমে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। প্রায় দুই মাস ধরে এমন অবস্থা চলতে থাকায় জীবন-জীবিকা নিয়ে বিপাকে জেলেরা। প্রতিদিন ভারি হচ্ছে দাদনের বোঝা। তবে নদীতে পানি বাড়লে বেশি ইলিশ ধরা পড়বে বলছে মৎস্য বিভাগ।

ভোলা সদর উপজেলার রাজাপুরের জোরখাল ঘাট। এখানকার একটি নৌকায় পরিবার নিয়ে বসবাস করেন সাথী বেগম। গত দুই মাস ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই ইলিশের। নদী থেকে মাছ ছাড়াই নৌকায় ফেরেন তার স্বামী। তাইতো পরিবারটি জীবন-জীবিকা নিয়ে পড়েছে বিপাকে। সাথী জানান, নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। ফলে আয়-রোজগার কমে গেছে। এতে বাড়ছে দেনা।

একই অবস্থা ঘাটের ৭০টি জেলে পরিবারের। তারা জানান, জ্যৈষ্ঠ থেকে কমতে থাকে নদীর লবণাক্ততা, বাড়তে থাকে মিঠাপানি। সঙ্গে ভারি বৃষ্টিতে টইটুম্বুর হয়ে ওঠে নদী। সাগর থেকে নদীতে আসার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশের।

তবে এবার দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছের। যে মাছ পাওয়া যায়, তাতে ওঠেনা খরচও। প্রতিদিন ভারি হচ্ছে দাদনের বোঝা। ইলিশের এমন আকালে লোকসানের মুখে ব্যবসায়ীরাও। জেলেরা বলছেন, এবার ইলিশের দেখা মেলাই ভার। মাছ না পাওয়ায় আয়-রোজগার নেই বললেই চলে। ফলে কোনো বেলা না খেয়েও থাকতে হচ্ছে।
 
উজানে পানির চাপ কম, গতিপথে বাঁধা ও মোহনায় গভীরতার কারণে নদীতে ইলিশ আসতে দেরি হচ্ছে ধারণা মৎস্য বিভাগের। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মিলবে ইলিশ। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মোহনায় ইলিশের চলাচলের চ্যানেলগুলো চরমভাবে বাধাগ্রস্ত হওয়ায় মাছ কমে গেছে। তবে পানির গভীরতা বাড়লে ইলিশের দেখা মিলবে।
 
উল্লেখ্য, জেলায় এক লাখ ৭০ হাজার নিবন্ধিতসহ মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করেন প্রায় দুই লাখ জেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/