ভরা মৌসুমে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। প্রায় দুই মাস ধরে এমন অবস্থা চলতে থাকায় জীবন-জীবিকা নিয়ে বিপাকে জেলেরা। প্রতিদিন ভারি হচ্ছে দাদনের বোঝা। তবে নদীতে পানি বাড়লে বেশি ইলিশ ধরা পড়বে বলছে মৎস্য বিভাগ।
ভোলা সদর উপজেলার রাজাপুরের জোরখাল ঘাট। এখানকার একটি নৌকায় পরিবার নিয়ে বসবাস করেন সাথী বেগম। গত দুই মাস ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই ইলিশের। নদী থেকে মাছ ছাড়াই নৌকায় ফেরেন তার স্বামী। তাইতো পরিবারটি জীবন-জীবিকা নিয়ে পড়েছে বিপাকে। সাথী জানান, নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। ফলে আয়-রোজগার কমে গেছে। এতে বাড়ছে দেনা।
একই অবস্থা ঘাটের ৭০টি জেলে পরিবারের। তারা জানান, জ্যৈষ্ঠ থেকে কমতে থাকে নদীর লবণাক্ততা, বাড়তে থাকে মিঠাপানি। সঙ্গে ভারি বৃষ্টিতে টইটুম্বুর হয়ে ওঠে নদী। সাগর থেকে নদীতে আসার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশের।
https://slotbet.online/